হাওজা নিউজ এজেন্সি: মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দক্ষিণ সিরিয়ার সুইদা অঞ্চলে সংঘর্ষে বহু বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গত দুই দিনে ইসরায়েলি বাহিনীর সিরিয়ায় চালানো বিমান হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “সিরিয়ার ভূখণ্ডের ওপর দখলদারিত্ব চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশটির সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতা অত্যন্ত বিপজ্জনক এবং এতে দখলদার এই শাসকগোষ্ঠী আরও বেপরোয়া হয়ে উঠছে।”
বাঘাই আরও বলেন, “আঞ্চলিক দেশগুলো ও ইসলামী বিশ্বের উচিত ইসরায়েলের বেআইনি কার্যকলাপ ও অপরাধ, বিশেষ করে গাজায় পরিচালিত নজিরবিহীন গণহত্যা এবং সিরিয়া ও লেবাননে হামলার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া। আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে—এই ধরণের আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।”
উল্লেখ্য, মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার দক্ষিণ সুইদা প্রদেশে HTS নেতৃত্বাধীন সরকারি বাহিনীর অবস্থানে বিমান হামলা চালায়, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত এক আগ্রাসন বলে মনে করা হচ্ছে।
এছাড়া মঙ্গলবার ইসরায়েলি বাহিনী পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়ে অন্তত ১২ জনকে হত্যা করেছে, যা গত নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর সবচেয়ে প্রাণঘাতী লঙ্ঘন।
এদিকে গাজায় মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনী আরও ৫০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। উত্তরের অবরুদ্ধ অঞ্চলটি ‘যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করে আবার হামলার হুমকি দিলে হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
আপনার কমেন্ট